সেবাসমূহ
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ৩৭৯টি শাখার মাধ্যমে ঋণ বিতরণ করা হয় এবং আমানত হিসাব খোলা হয়। প্রয়োজনীয় সেবা পাবার জন্য সম্মানিত গ্রাহকগণকে নিকটবর্তী শাখায় যোগাযোগ করতে হবে (www.rakub.org.bd/branch.php) ।
ঋণ কর্মসূচি
ব্যাংক নিম্নবর্ণিত কর্মকান্ডে ঋণ বিতরণ করে থাকে:
· শস্য উৎপাদন,
· মৎস্য,
· প্রাণীসম্পদ,
· সেচযন্ত্র ও কৃষি সরঞ্জাম,
· শস্য প্রক্রিয়া ও বাজারজাতকরণ,
· কৃষি ভিত্তিক ব্যবসা বাণিজ্য,
· শিল্প ও প্রকল্প স্থাপন ইত্যাদি।
দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান মূলক কর্মকান্ডে অর্থায়নের উপর ব্যাংক বিশেষ গুরুত্বারোপ করে। সাম্প্রতিক সময়ে এসএমই এবং বিশেষ ঋণ কর্মসূচির আওতায় কৃষি-বহির্ভূত খাতেও অর্থায়ন করা হচ্ছে। বাৎসরিক ঋণ বিতরণ লক্ষমাত্রার ৬০ শতাংশ শস্য খাতে বিতরণ করা হয়। ব্যাংকের ঋণের স্থিতির পরিমান ৪,৬২০.০৩ কোটি টাকা এবং ঋণগ্রহীতা সংখ্যা ৮,৩৭,২১৭ জন (২৬-০১-২০১৭)।
বৈদেশিক সাহায্যপুষ্ট ঋণ প্রকল্প
নর্থ-ওয়েস্ট ক্রপ ডাইভারসিফিকেশন প্রজেক্ট (এনসিডিপি)
এশিয়ান ডেভালপমেন্ট ব্যাংকের অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের আওতায় উচ্চমূল্য ফসল উৎপাদনের জন্য কৃষকদের অনুকূলে ঋণ বিতরণ করা হয়ে থাকে। প্রকল্পে অংশগ্রহণকারী চারটি এনজিও (ব্র্যাক, প্রশিকা, আরডিআরএস ও জিকেএফ) রাকাব হতে ঋণ গ্রহণ পূর্বক সুবিধাভোগী কৃষকদের অনুকূলে বিতরণ করে থাকে।
স্মল এন্টারপ্রাইজেস ক্রেডিট প্রোগ্রাম (এসইসিপি)
রাজকীয় নরওয়ে সরকার ও রাকাব-এর যৌথ অর্থায়নে গঠিত তহবিল দ্বারা প্রকল্পের আওতায় কৃষি ও কৃষি-বহির্ভূত ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়ে থাকে। ক্ষুদ্র উদ্যোগে বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করাই প্রকল্পের লক্ষ। প্রকল্পে মহিলা উদ্যোক্তাগণকে অগ্রাধিকার দেয়া হয়। উদ্যোক্তা পিছু সর্বোচ্চ ঋণের পরিমাণ পাঁচ লক্ষ টাকা। উদ্যোক্তা প্রশিক্ষণের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়। প্রকল্পটিকে রাকাব-এর সাবসিডিয়ারি কোম্পানি হিসেবে রূপান্তরের প্রক্রিয়া চলছে।
সামাজিক দায়বদ্ধতা (সিএসআর)
সামাজিক দায়বদ্ধতার বিষয়টি বিবেচনায় নিয়ে বিভিন্ন পেশা ভিত্তিক জনগোষ্ঠীর জন্য ব্যাংকে বিশেষ ঋণ কর্মসূচি চালু রয়েছে যার মধ্যে নিম্নবর্ণিত কর্মসূচিসমূহ উল্লেখযোগ্য-
· মুক্তিযোদ্ধা বিশেষ ঋণ কর্মসূচি
· রাকাব আদিবাসী/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিশেষ ঋণ কর্মসূচী
· সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাদের জন্য বিশেষ ঋণ কর্মসূচি
· বৈদেশিক কর্মসংস্থান ঋণ কর্মসূচি
· ভূমিহীন ও বর্গাচাষীদের অনুকূলে দলভিত্তিক জামানতবিহীন ঋণ প্রদান
· সৌর শক্তি (Solar Energy) ও বায়োগ্যাস (Bio-gas) স্থাপন ঋণ কর্মসূচী এবং
· আমদানী বিকল্প ডাল, তৈলবীজ, মসলা জাতীয় ফসল ও ভূট্টা চাষে ৪% রেয়াতী সুদে ঋণ বিতরণ
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রাকাব ব্যাংকিং কর্মকান্ডের পাশাপাশি বিভিন্ন সরকারী ভাতা বিতরণ করে থাকে, যেমন-
· বয়স্ক ভাতা,
· বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা,
· অস্বচ্ছল অক্ষম ও প্রতিবন্ধী ভাতা,
· প্রাথমিক শিক্ষা উপবৃত্তি।
আমানত সংগ্রহ
রাকাব বিশেষায়িত ব্যাংক হলেও অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের ন্যায় আমানত সংগ্রহ কার্যক্রম এবং বৈদেশিক বাণিজ্যসহ অন্যান্য বাণিজ্যিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। দেশের বাণিজ্যিক ব্যাংকসমূহে প্রচলিত বিভিন্ন আমানত কার্যক্রম ছাড়াও এ ব্যাংকে বিশেষ আমানত স্কীম চালু রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য স্কীমসমূহ নিম্নরূপ:
· রাকাব সঞ্চয় প্রকল্প (RSS)
· কৃষক সঞ্চয় প্রকল্প (KSS)
· রাকাব ডাবল মানি স্কীম (RDMS)
· রাকাব দৈনিক লাভ হিসাব (RDP)
· রাকাব গ্রামীণ পেনশন সঞ্চয় প্রকল্প(RGPS)
· রাকাব মাসিক মুনাফা স্কীম (RMPS)
· রাকাব ট্রিপল মানি স্কীম (RTMS)
· রাকাব মাসিক সঞ্চয় স্কীম (RMSS)
· রাকাব মিলিয়নিয়ার ডিপোজিট স্কীম (RMDS)
বর্তমানে ব্যাংকের আমানতের পরিমান ৩,৭৯৫.৮৫ কোটি টাকা এবং আমানতকারীর সংখ্যা ৩৫,৩৬,৯৭২ জন (১৮-০২-২০১৬)।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS