Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
RAKUB's Board Meeting 589th
Details

২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকাল ১১:০০ টায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পরিচালনা পর্ষদের ৫৮৯তম সভা বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুর এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আলী। সভায় ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান এবং পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো: শহিদুল ইসলাম, এনডিসি; রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি; মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপ-পরিচালক মোঃ আব্দুল ওয়াহেদ মন্ডল; প্রাণিসম্পদ অধিদপ্তর রংপুর বিভাগের পরিচালক ডা: মোঃ আব্দুল হাই সরকার; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অতিরিক্ত পরিচালক ড. মোঃ আজিজুর রহমান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুরের অতিরিক্ত পরিচালক মোঃ শফিকুল ইসলাম অংশগ্রহণ করেন। সভার শুরুতে পরিচালনা পর্ষদের সভায় প্রথম যোগদান করায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অতিরিক্ত পরিচালক ড. মোঃ আজিজুর রহমান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের অতিরিক্ত পরিচালক মোঃ শফিকুল ইসলাম-কে পর্ষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ স্বাগত জানানো হয়। সভায় ব্যাংক-এর সার্বিক কর্মকাণ্ডের উপর আলোচনান্তে ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Images
Attachments
Publish Date
13/03/2025
Archieve Date
13/03/2050