৩০ অক্টোবর ২০২৪ তারিখ সকাল ১১:০০ টায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পরিচালনা পর্ষদের ৫৮৫তম সভা ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মোহাম্মদ আলী। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এবং পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর; রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো: শহিদুল ইসলাম, এনডিসি; মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপ-পরিচালক মোঃ আব্দুল ওয়াহেদ মন্ডল; প্রানিসম্পদ অধিদপ্তর রংপুর বিভাগের পরিচালক ড. মোঃ নজরুল ইসলাম; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুরের অতিরিক্ত পরিচালক মোঃ ওবায়দুর রহমান মন্ডল এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী’র অতিরিক্ত পরিচালক মোঃ মাহমুদুল ফারুক অংশগ্রহণ করেন। সভার শুরুতে পরিচালনা পর্ষদের সভায় প্রথম যোগদান করায় চেয়ারম্যান ড. মোহাম্মদ আলী এবং রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো: শহিদুল ইসলাম, এনডিসি-কে পর্ষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ স্বাগত জানানো হয়। সভায় ব্যাংক-এর সার্বিক কর্মকাণ্ডের উপর আলোচনান্তে ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS