Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Branch Visit of RAKUB's newly joined Chairmain
Details

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আলী ২১ নভেম্বর ২০২৪ তারিখ বৃহস্পতিবার ব্যাংকের রাজশাহী জোনের বিভিন্ন শাখা পরিদর্শন করেন। এ সময় তিনি কয়েকটি প্রকল্প পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন এবং শাখার সার্বিক কর্মকান্ডের প্রসংসা করে ২০২৪-২০২৫ অর্থ বছরের ধার্য্যকৃত বার্ষিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনে নিরলসভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নির্দেশনা প্রদান করেন। নিজেদের মেধা শক্তিকে কাজে লাগিয়ে উন্নত গ্রাহক সেবার মাধ্যমে ব্যাংকটির লাভের ধারা অব্যহত রাখারও পরামর্শ দেন। শাখা পরিদর্শনকালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ; উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম; প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলাম; রাজশহী জোনের জোনাল ব্যবস্থাপক মোঃ মহব্বত আলী বিশ্বাস সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Images
Attachments
Publish Date
24/11/2024
Archieve Date
24/11/2050