Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Rakab SME Financing Company's new office building inaugurated
Details

১৩ মে ২০২৫ তারিখ মঙ্গলবার রাকাব এসএমই ফাইন্যান্সিং কোম্পানী লিমিটেড এর সেন্ট্রাল প্রজেক্ট অফিস এবং ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিস, রাজশাহী’র নতুন অফিস ভবনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম। রাজশাহী মহানগরীর বনলতা আবাসিক এলাকায় অবস্থিত “বনলতা স্কয়ার”-এর ৯ম তলায় (প্লট নং-৮৩, ফ্ল্যাট নং-৮এ ও ৮বি) এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আবদুর রহমান; প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলাম; আইসিসি মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদ; এসএমই ফাইন্যান্সিং কোম্পানীর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও এসইসিপি-এর প্রজেক্ট ডাইরেক্টর মোঃ আব্দুল্লাহ সালাহ উদ্দিন গাজী। এছাড়াও রাকাব প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপকবৃন্দ ও সেন্ট্রাল প্রজেক্ট অফিস এবং ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিস-এর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Images
Attachments
Publish Date
15/05/2025
Archieve Date
15/05/2050