অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ২১ অক্টোবর ২০২৪ তারিখের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জনাব মোহাম্মদ আলী-কে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর চেয়ারম্যান পদে ৩ (তিন) বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়। মোহাম্মদ আলী ১৯৮২ সালে চট্ট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৮৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং শিক্ষকতা পেশায় সফলতা ও সুনামের সাথে দীর্ঘ ৪১ বছর নিয়োজিত থেকে সর্বশেষ অধ্যাপক গ্রেড-১ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্বনামধন্য সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদেও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তাঁর উল্লেখযোগ্য প্রকাশনা ও গবেষণা গ্রন্থ রয়েছে। জনাব মোহাম্মদ আলী ১৯৫৮ সালে পাবনা শহরের নিউমার্কেট এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা দীর্ঘ ৮ বছর সময় ধরে পাবনা এ্যাডভোকেট বার কাউন্সিলের সভাপতি ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৭ সালে অর্থনীতি বিভাগ হতে স্নাতক সম্মান ও ১৯৭৮ সালে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি কমনওয়েল্থ স্কলারশীপ কমিশন, লন্ডন কর্তৃক কমনওয়েল্থ স্কলারশীপ পেয়ে ১৯৯২ সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি হতে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। পারিবারিক জীবনে তিনি তিন পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS