Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Mr. Kazi Abdur Rahman joined as DMD of RAKUB
Details

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে কাজী আব্দুর রহমান উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এ যোগদান করেছেন। বর্তমান দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি অগ্রণী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এ উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। কাজী আব্দুর রহমান ১৯৯৮ সালে সিনিয়র অফিসার হিসেবে রূপালী ব্যাংকে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। রূপালী ব্যাংকে চাকুরীকালীন সময়ে তিনি ব্যাংকের একাধিক শাখার শাখা প্রধান; কর্পোরেট শাখা প্রধান; প্রিন্সিপাল শাখা প্রধান এবং জোনাল হেডসহ রাজশাহী, রংপুর ও ঢাকা (দক্ষিণ) এর বিভাগীয় প্রধান হিসেবে দক্ষতার সাথে তাঁর দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার বিষয়ে স্নাতকোত্তর এবং খুলনা বিশ্বাবিদ্যালয় হতে এমবিএ ডিগ্রী অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের একজন ডিপ্লোমেড অ্যাসোসিয়েটস। কাজী আব্দুর রহমান বিআইবিএম ও বাংলাদেশ ব্যাংকসহ দেশে এবং বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন। তিনি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলাধীন সৈয়দমহল্লা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

Images
Attachments
Publish Date
17/02/2025
Archieve Date
17/02/2050