২৫ নভেম্বর ২০২৪ তারিখ সোমবার রাকাব এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেড (রাকাব-এর সাবসিডিয়ারি কোম্পানি) এর পরিচালনা পর্ষদের ৫০তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাকাব-এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান এবং রাকাব এর ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ। কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আমিন শরীফ; রাকাব-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম; মহাব্যবস্থাপক প্রশাসন মোঃ আতিকুল ইসলাম এবং ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স (আইসিসি) মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদ উক্ত সভায় অংশগ্রহণ করেন। এছাড়াও সদস্য সচিব ও কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার মোঃ আব্দুল্লাহ্ সালাহ্ উদ্দিন গাজী সভায় অংশগ্রহণ করেন। পরিচালক হিসেবে রাকাব-এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেড এর পর্ষদ সভায় অংশগ্রহণ করায় সভার শুরুতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আমিন শরীফ এবং প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলামকে পর্ষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আলোচনাসহ ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস