Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) শীর্ষক প্রোগ্রাম এর আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রাম্স ডিপার্টমেন্ট কর্তৃক তফসিলি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানসমূহের সহায়তায় Entrepreneurship Development Progrmam বাস্তবায়নের লক্ষ্যে ০৬ মে ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের ৪র্থ তলাস্থ কনফারেন্স রুমে বাংলাদেশ ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। SICIP প্রকল্পের স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও ডেপুটি গভর্নর নূরুন নাহার এর সভাপতিত্বে উক্ত MoU স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রজেক্ট ডাইরেক্টর (SICIP) মোঃ নজরুল ইসলাম এবং রাকাব এর ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন রাকাব, ঢাকা কর্পোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক মোঃ মুখলেসুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস