অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ২৭.০২.২০২৫ তারিখের প্রজ্ঞাপনবলে পদোন্নতিপ্রাপ্ত হয়ে ওয়াহিদা বেগম ০২ মার্চ ২০২৫ তারিখে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি অগ্রণী ব্যাংক পিএলসি এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক-এ উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ওয়াহিদা বেগম ১৯৯৮ সালে রূপালী ব্যাংক লিমিটেড-এ সিনিয়র অফিসার (প্রবেশনারি) হিসেবে ব্যাঙ্কিং ক্যারিয়ার শুরু করেন। রূপালী ব্যাংকে তিনি জোনাল ম্যানেজার, বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, রূপালী সিকিউরিটিজ লি. এর সিইও সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি বিআইবিএম ও বাংলাদেশ ব্যাংকসহ দেশে এবং বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ওয়াহিদা বেগম ১৯৭৪ সালে জন্মগ্রহণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস